শপথের কথা গিয়েছি ভুলে
শেষ হল এক সাল
নতুন বছরে নেবই শপথ
দেখেছি মানুষের হাল।


নদী সাগরের জল শুকিয়ে
কান্না হয়েছে নদী
সেই নদীতে ভাসলে মানুষ
সুখটা আসে যদি।


পূর্ব পুরুষ পায় নি সুখ
মিলেছে শুধুই কষ্ট
মাটির কুঁড়েতে অভাবের রোদে
সুখটা হয়েছে নষ্ট।


জনম জনম ঋণের বোঝায়
হয়েছে সবাই ক্লান্ত
বিছানায় শুলে আসে না ঘুম
মানুষ আজ উদভ্রান্ত।


নতজানু হয়ে ডাকি ঈশ্বর
ধরো সব্বার হাত
মানুষ নশ্বর, ঠিকানা ফুটপাত
দেখো না কারুর জাত।


       ******


রচনাকাল  - ১৯|০৪|২০২২