একটা নদী পথ হারিয়ে খুঁজছে একটা মোহনা
ভালোবাসার বন্ধ দ্বারে লিখে রেখো ঠিকানা।


ঝিনুকটাকে মুক্তো ভেবে কোরো না কখন ভুল
পথের ধুলোয় পাবে না খুঁজে একটিও পারিজাত ফুল।


পুড়ছে শরীর পুড়ছে মন পুড়ছে নদীর জল
ভালোবাসার আগুন খেলায় দুচোখ ছল ছল।


রোদ ঝলমল মুক্ত আকাশ সোনালী ধানের ক্ষেত
পাথর চাপা দুঃখ সরিয়ে ভাসাও সুখের স্রোত।


শঙ্খ চিলের ডানায় আঁকা ভাবীকালের ভোর
সুখ দুঃখ নিয়েই জীবন রেখো মনের জোর।।


            ******