আয়নার সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ
হ্যাঁ, শরীরে এসেছে পরিবর্তন –
শরীরের ভাঁজে ভাঁজে লেগেছে বয়সের ছাপ
মেদহীন কন্দর্পকান্তি দেহে স্থূলত্বের কামড়।


বেচারা, এতো অহংকার গেলো কোথায়
পুরুষ মানুষ, খেটে খেতে হবে, আবার অহংকার
ধীরে ধীরে চোখ দুটো ঢুকে যাচ্ছে গর্তে
দিনের আলোতেও কেমন আঁধার মনে হয়!


পরিবার বেড়েছে আয় কমে গেছে অনেক
সংসারের অভুক্ত চোখগুলো যেন গিলতে আসছে
ভোর হলেই বেরিয়ে পড়তে হয় কাজে -
কাজ না করলে অতগুলো পেট চলবে কী করে?


শরীরটা নিয়ে কতো গর্ব ছিল বাবা মায়ের -
এখন কেউ আমায় নিয়ে ভাবে না আজকাল
আমাকে ভাবতে হয় ওদের সব্বাইকে নিয়ে
ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে যায় বুঝতেই পারি না।


         *******


রচনাকাল - ১৭/০৭/২০২০