রবীন্দ্রনাথ রাখী বন্ধন
যেন সম্প্রীতির বন্ধন
শরৎ ঋতু বলছে কথা
বিবাদের নেই ইন্ধন।

পূর্ণিমা চাঁদ নীল জোছনা
হৃদয় জুড়ে আলো
রাখী বন্ধন মিলন উৎসব
সব্বাই থাকুক ভালো।

     *****

রচনাকাল -
১৯শে আগস্ট ২০২৪