কবিতা  -  রঙিন বসন্ত
*********************


রঙকে যদি ভালো না বাসো তবে কখনোই
ক্যানভাসকে রঙিন করতে পারবে না
হৃদয়ের অলিন্দে খেলা করে রঙিন বসন্ত।


রামধনুর সাত রঙ জেগে থাকে হৃদয়ে
সেই রঙ দিয়ে ক্যানভাস হয়ে ওঠে অপরূপ
হৃদয়ের রঙ ফিকে হলে মানুষ বাঁচবে না।


লাল নীল সবুজ হলুদ মনের অবচেতনে খেলা করে
কাজল আঁখিতে স্বপ্ন খেলা করে চিরকাল
ধীরে ধীরে নিজেদের অজান্তেই উবে যায় কাজল।


তবুও নারীরা কাজল পরে, শরীরে সুগন্ধি দেয়
রূপচর্চায় নারী হয়ে ওঠে অপরূপা
হৃদয়ের অন্তরে  প্রস্ফুটিত হয় বসন্তের শোভা।


নারীরা বুঝতেই পারে না তাদের শরীরে এতো সৌরভ
রঙিন প্রজাপতির পাখনায় ধরা দেয় ভালোবাসা
পুর্নিমা চাঁদের আলোয় মাখামাখি হয়ে যায় শরীর।


                  *********


রচনাকাল  -  ১৪|০৬|২০২০


কবিতা  -  অসহায় মানুষ
*****************


অঝোর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরা
এই জ্যৈষ্ঠের শেষেও গুমোট গরমে মানুষ জেরবার
অকাল বর্ষণ, সন্ধ্যের আকাশ জুড়ে মেঘ হাজির
তারপর ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি ।


আমি তখন মাঝ রাস্তায় দাঁড়াবার জায়গা নেই
অগত্যা ভিজতেই হল জ্যৈষ্ঠে বৃষ্টিতে
চলছে লকডাউন তবুও মুখে মাক্স পরে বেরতেই হল
বাড়ির জন্যে জরুরি ঔষধ প্রয়োজন আর কিছু বাজার।


ঝড় বৃষ্টি লকডাউন এসব নিয়েই মানুষ নাজেহাল
গ্রামে গ্রামে বিলি হচ্ছে  চাল ডাল আলু ...
দুমুঠো ভাতের জন্যে মানুষ হাহাকার করছে
বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে এক দঙ্গল অসহায় মানুষ
কোন এক সংস্থা রাতের খাবারের ব্যবস্থা করছে।


এসব জায়গায় লকডাউনের নিয়ম মানা অসম্ভব
সব্বার হাতে কিছু না কিছু পাত্র আছে
এখন সাধারণ মানুষের ভিখারীর দশা চলছে
এই দুঃসহ জীবন থেকে মানুষ কবে পাবে মুক্তি!


                *********


রচনা কাল  -  ০২|০৬|২০২০