রবি ঠাকুর জন্ম নিলেন
এই ধরণীর পরে
শঙ্খ ধ্বনি উলু ধ্বনি
বাজলো ঘরে ঘরে।


পঁচিশে বৈশাখ করি পালন
নতজানু হয় মাথা
সাহিত্যে তুমি আনলে নোবেল
কাটলো যতো ব্যথা।


বাঙালি জাতি গর্ব করে
তুমি বাঙালি বলে
বাংলা ভাষা মাতৃ ভাষা
বলবো হৃদয় খুলে।


জাতীয় সংগীত তোমারি সৃষ্টি
অমর তোমার দান
রবীন্দ্র জয়ন্তী করবো পালন
দেবো তোমায় সম্মান।


সৃষ্টি তোমার রবে চিরকাল
বাঁচবে বাংলা ভাষা
গল্প উপন্যাস গান কবিতা
হৃদয়ে জাগালে আশা।


        ******


রচনাকাল  - ০৯|০৫|২০২২ (২৫শে বৈশাখ  ১৪২৯ সাল)