তোমরা যারা গল্প লেখো
লেখো যারা পদ্য
কান্না কাব্য কেন লেখো
জীবনটা কঠিন গদ্য!


মুক্তির কথা ক'জন লেখে
ক'জন লেখে হাসি
হাসতে হাসতে পাগল হবে
রক্তের সাথে কাশি!


ঝড়ের কথা লেখে সবাই
ক'জন লেখে বৃষ্টি
মাটির বুক ফেটে চৌচির
কেমনে করবে সৃষ্টি!


মানুষের কথা ক'জন লেখে
আছে ক'জনের কাজ
নিজের সুখে ব্যস্ত সবাই
মানুষ বড়ই ধান্দাবাজ!


বাঁচার কথা ক'জন লেখে
দেখে জীবনের লড়াই
রক্তের ঋণ অশ্রুতে শোধ
জমিতে রক্ত ছড়াই!


        ******


রচনাকাল - পঁচিশে বৈশাখ ১৪২৮