শরৎ বলে               এসে গেছি
          ভয় পেওনা আর
বৃষ্টিরানী যাও           ফিরে যাও
       আমিই খুলবো দ্বার!


দিগন্ত জুড়ে            কাশের মেলা
        এলো পুজোর গন্ধ
ভাসিয়ে দিলে          ডুবিয়ে দিলে
          বৃষ্টি হবেকী বন্ধ!


স্বর্গ থেকে               আসছে মা
         সঙ্গে ছেলে মেয়ে
সুখের দিনে            মজাই মজা
        দুঃখে দিওনা ছেয়ে!


রামধনু রঙ              আকাশ জুড়ে
           তবুও পাই ভয়
কখন তুমি              ভাসিয়ে দেবে
          খুশি হবে নয়ছয়!


বলে রাখি               একটা কথা
          রেখো তুমি মনে
মা দুর্গা                 দশহাত দিয়ে
      পাঠিয়ে দেবে বনে!


ধনী গরীব                পুজোর ক'দিন
         খুশিতে পাগল পারা
যাও ফিরে               যাও বৃষ্টিরানী
        তোমার কাজতো সারা!


                ****