বোবা কান্না মরণ লেখে
রামধনু রঙ কালো
আলোক শিখা নেভার আগেই
সবাই থাকুক ভালো!


পাখির ডানা উড়তে ভুলেছে
প্রকৃতি যেন নিথর
মানুষ হৃদয়ে অবুঝ কান্না
জমে হয়েছে পাথর।


চেনা সময় লাগে অচেনা
জীবন হারায় ছন্দ
ওগো ভগবান তুমি দয়াময়
আমরা কী এতই মন্দ!


বর্ষার মেঘ আনাগোনা করে
বৃষ্টির নেই দেখা
মানুষ এখন আধমরা বেঁচে
ভাগ্যে কী যে লেখা!


জীবনের গান গাইতেই হবে
চাই সব্বাই মুক্তি
অহং ভুলেছে সব মানুষই
হৃদয়ে জেগেছে ভক্তি।


     *******


রচনাকাল - ০২|০৭|২০২০