সুখ দুঃখ দুটিই হল মানব জীবনের অঙ্গ
শুধুই সুখ শুধুই দুঃখ জীবনে দেবে না সঙ্গ।


হাসির সাথে দুঃখও আছে দুঃখের সাথে হাসি
মানব জীবনের রঙ্গমঞ্চে নর নারীও দাস দাসী।


মাথা নিচু করেই দেখো পাবে জীবনে সুখ
লড়াই করলে বাড়বে শত্রু পাবে মিছেই দুখ।

নট ও নটী আমরা সবাই নাটক হয়েছে শুরু
আসবে যাবে একে একে কে যে মহাগুরু!


কষ্টের ঘানিতে দগ্ধ হয়ে শরীর হবে ছাই
রঙ্গমঞ্চের যাদুকরকে কোথায় খুঁজে পাই!


            ********


রচনাকাল  - ১৮|০৯|২০২২