বারান্দা পেরিয়ে আসছে বৃষ্টির ঝাট
বসন্ত বাতাসে এক থাপ্পড় দিয়েছে অনাবৃষ্টি
ঝড়ের সংকেত নেই তুবি মুষল ধারায় নেমেছে।


কাকভেজা পাখির দল ভোরের আকাশ দেখেনি
কৃষ্ণচূড়া গাছগুলো সারিবদ্ধ ভাবে ভিজছে
শীত যাই যাই করেও এখনও যায় নি।


পাখির ডানায় রোদ্দুরের ছোঁয়া পেতেই কিচিরমিচির রব
লজ্জাবতীর বন্ধ পাতাগুলোতে হাওয়া পেতেই খুলতে শুরু করেছে
আকাশ ক্রমেই উবে যাচ্ছে বসন্তের বজ্জাতি মেঘ।


বেলা বাড়ার সাথে সাথেই মেঘমুক্ত নির্মল আকাশ
অপরূপ রঙের খেলা শুরু হয়েছে সারা আকাশ জুড়ে
দোল উৎসব শুরু যে হয়েছে সারাটা দেশে ...


সোহাগের রোদ্দুর মাখছে মাটির মানুষ
সব ভেদাভেদ মুছে যায় রঙিন বসন্তের ছোঁয়ায়
দোল খেলা আসবে যাবে মানুষের মনটা থাকুক চিরকাল রঙিন।


            ********