নীল আকাশ বলছে কথা
রোদ্দুর হয়েছে বোবা
শিউলি হাওয়া সুগন্ধ ছড়ায়
শীতের কোথায় থাবা!


গর্ভে এসেছে সোনালী ফসল
খুশিতে দুচোখে জল
দুমুঠো ভাত এবার পাবো
মিলবে কষ্টের ফল!


ভোরের শিশির মাটিতে লুটায়
ঘাসেরা করছে স্নান
সূর্য ওঠার সাথে সাথেই
শিশির হয়েছেে ম্লান!


হৃদয়ের কষ্ট রাখিনি মনে
ভালো বেসেছি মাটি
সোনালী ধানে ভরবে গোলা
ওটাই সত্যি খাঁটি!


গোধূলি আলোতে সূর্য ডোবে
নিরন্ন মুখেও হাসি
দুঃখ কষ্ট থাকবে জীবনে
ভাত হয়না বাসি!


    *****