পাখির বাসা গাছেই ঝুলছে আলগোছে
ছোট্ট ছানারা এখনো শেখেনি উড়তে
কলরব করছে ছোট্ট বাসার ভেতর
ডানায় লেখা নরম রোদের উপকথা!


নরম তুলতুলে শরীরে শুধুই কিচিরমিচির রব
দরদী মা পাখিটা আনছে খাবার এধার ওধার থেকে
আর কটা দিন গেলেই ডানায় আসবে জোর
মন থেকে সব চিন্তা হবে দূর মা পাখিটার।


ছোট্ট ডানায় ওড়ার গোপন খবর
কেমন করে ওড়ে জানতো যদি মানুষ
আকাশ পথে লাগতো তখন যুদ্ধ –
মানুষ তখন করতো না ভয় কাউকে!


সবাই ভাবতো তারা নিজেই রাজা
পাখির মত শান্ত সরল মন কোথায়
মানুষ তখন হত আরো লোভী
ক্ষমতা দেখিয়ে করতো সবই জয়!


রক্ত নদী বইতো দেশে দেশে
বিধাতা বলল, ডানা দিলেই মানুষও
অসুরের থেকে হত ভয়ংকর –
ঝামেলা পাকালে পা দুটো দাও কেটে!


তথাস্তু!


    ********