জানি কথা রাখবে তুমি একদিন ...
রূপকথা নয় বাস্তব বড় কঠিন
কথা রাখবে ভেবেই কেটে যায় সময়!


তোমার চোখে শুকতারা মাখা আকাশ
রক্ত মাংসের মানুষ ভালোবাসার কাঙাল
তাই পথ চেয়ে বেসে থাকে অনন্তকাল ...


ভোরের আলোয় শুকতারা ক্রমশ ম্লান হয়
হৃদয় দুয়ার খুলে দেখি সব শিউলি ফুল ঝরে গেছে
মুখের হাসিতে ক্লান্তির ঘনঘটার ছায়া !


মারা রোদ্দুরে শরীর দিয়েছে এলিয়ে –
রাত্তির গভীর হলও ঘুম আসে না চোখে
জ্যোৎস্নার ক্ষয়ে যাওয়া আলোয় শরীর হয় অবসন্ন!


জানি কথা রাখবে ভেবে ভেবে কেটে যায় যৌবন
জীবনের রূপকথাগুলো স্বপ্নের মত মনে হয়
থেমে থাকে না জীবন, বাস্তব বড়ই কঠিন খেলা!


         ********