মানবী শরীর উপবাস করে
                  চোখেতে শুকায় জল
নূপুরের ধ্বনি বোবা কান্নায়
                  করছে শুধুই ছল!


ভেঙেছে হৃদয় উদাসী হাওয়ায়
                       কান্নার ঢেউ বুকে
স্রোত হারিয়ে জীবন খেলায়
                       থাকবো কেমনে সুখে!


একমুঠো হাসি কান্না ভুলিয়ে
                      লিখছে সে রূপকথা
ছেঁড়া ক্যানভাসে মলিন দৃশ্যে
                      ভুলবে গোপন ব্যথা।


অবোধ চাউনি চোখের তারায়
                     ভালোবাসা নিয়ে খেলা
দুঃখের রোদে কান্না শুকিয়ে
                    কেটেছে সাঁঝের বেলা।


অবেলার মেঘ রামধনু খোঁজে
                     দু‘চোখে স্বপ্ন আঁকা
বেদনার গান ভুলেছে কিশোরী
                      চাঁদের হাসি বাঁকা!


                 ****