ডুবে যাচ্ছে সুখের কাব্যের বন্দর
পরনের কাপড় খুলে গেছে গোধূলি অন্ধকারে
মিছিল নয়, উলঙ্গ হেঁটে চলেছে এক দঙ্গল মানুষ
ওদের জীবনের গল্প শুনতে চায় না কেউ।


পোড়া কঙ্কাল শরীর, চোখের জ্যোতি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে
নিশুতি রাতে জোনাকির আর্তনাদ মিশে যায় ওদের হৃদয়ে
তবু হাঁটার শেষ নেই, হাঁটছে তো হাঁটছেই...


ওদের মুক্তি নেই, জীবনের গল্প শুধুই অন্ধকার
শীত কমছে, বেওয়ারিশ লাশের মত স্বপ্নহীন জীবন
ঝলসে যাওয়া চাঁদের আলোময় জ্যোতি ফিরেও দেখে না।


কালো বিড়াল দেখলে নাকি যাত্রা অশুভ হয়
ওদের চোখে কোনোদিন কালো বিড়াল পড়ে নি
তবে কেন এতো দুর্দশাগ্রস্ত কষ্টকর জীবন।


রূপকথার গল্প শুধুই কী বইয়ের পাতায় সীমাবদ্ধ
জীবনের গল্পের সাথে কী একটুও মেলে না
রঙিন বসন্তের পরশ কোনোদিন কী পাবে না ওরা!


                 *******


রচনাকাল - ১০/০২/২০২২