চৈত্র দুপুর প্রাণ হাঁসফাঁস
কোথায় পাবো জল
তৃষ্ণায় গলা যায় শুকিয়ে
কোথায় শান্তি বল!


মাটির বুক ফেটে চৌচির
আকাশে প্রখর তাপ
গাছ গাছালি মানুষ প্রাণী
বলছে বাপরে বাপ!


ফলের রসে ভেজাবো গলা
এমন সাধ্য কই
বাঁচা মরা তোমারি হাতে
নিও না কেড়ে মই।


নদী সাগর যায় শুকিয়ে
হিমালয়ও যাচ্ছে গলে
তবুও মানুষ পায় না জল
মরবে তিলে তিলে।


লোনা জলে যাচ্ছে ভরে
পুকুর কিংবা মাঠ
তৃষ্ণার জলে পড়বে টান
মানুষ শিখবে সহজপাঠ?


        *****


রচনাকাল - ১০|০৪|২০২২