পোশাক বদলে সভ্য হলে নোংরা কেন মন
হৃদয় দুয়ার খুলে দেখো মিলবে গুপ্তধন।


সাদা পোশাক সাদা মন জীবন সহজ সরল
কালো মনে আঁধার ভরা রাশি রাশি গরল।


সুখের দুয়ার খুলতে গিয়ে হারিয়ে ফেললে চাবি
বলবে কাকে দুখের কথা আছে কী কোনো দাবী?


উলঙ্গ হয়ে আসলে ধরায় যাবে উলঙ্গ হয়ে
ধনদৌলত রইবে পড়ে দেখবে অবাক চেয়ে!


মাটিতে যাদের পড়েনা পা তারাই মাটিতে বসে
এসব কান্ড দেখে ওদের মুখ টিপে গরীব হাসে।


ক্ষমতা দম্ভ থাকবে না আর হবে সবাই নিঃস্ব
সবার উপরে আছেন ঈশ্বর মাথায় নিয়ে বিশ্ব।


      ******


রচনাকাল – ১৫/০১/২০২১