আলোর রোশনাইয়ে ভেসে যায় দীপাবলির রাত
শব্দ দানবের তাণ্ডবে মুখোরিত আকাশ বাতাস
অমানিশির আঁধার ফুঁড়ে যেন শব্দের উৎসব
নিদ্রাহীন জেগে থাকে লক্ষ কোটি ...


হেমন্তের হিমেল বাতাসে ভরে ওঠে বারুদ গন্ধ
শব্দমুখর রাত্তির ক্রমাগত জাগছে শব্দের খেলায়
দীপাবলি হোক আলোর রোশনাইয়ের উৎসব –
আইন উপেক্ষা করে চলছে শব্দ দানবের তাণ্ডব!


এতো আলোর মাঝেও এতো কেন অন্ধকার
জীবনের রঙ কেন এমন বিবর্ণ ...
সভ্যতার পরতে পরতে অবহেলিত মানুষের কান্না
শ্যামা পোকার দল কেন ঝাঁপ দেয় বারংবার অগ্নি শিখায়!


মগ্ন চরাচর জুড়ে শুধুই আলোর রোশনাই
দীপাবলির রাত হয়ে উঠেছে শব্দ বাজির রাত
নিয়ম মেনে শব্দ দানব উৎসব হোক –
কারুর ক্ষতি না করে জেগে উঠুক শব্দবাজির উৎসব!


         *********