কবিতার পাতায় কান্নাগুলো জমা করি
জানি কেউ দেখে না, কেউ পড়েও না
ভিজে যায় কবিতার বেওয়ারিশ পাণ্ডুলিপি।


সেদ্ধ ভাতের গন্ধ গরীব অনুভব করে
আর ধনীরা ভাতের স্বাদটুকু বুঝতে চায়
কবিতার পাণ্ডুলিপি থেকে অক্ষরের স্বাদ ক'জন নিতে পারে!


গরীবের পেট ভর্তি হলেই চলবে
বাঁচার জন্যে আর কিবা চাই -
কবিদের কলমের কালি দিয়ে লেখা হয় সভ্যতার ভোর
ক'জন শব্দ শ্রমিক অনুধাবন করবে শব্দের মাধুর্য!


ধনীর আছে বিলাস, বৈভবের রাজকীয় আয়োজন
গরীব মানুষের অভিমান সাজে না
বড্ড কাঙাল, না আছে অর্থ, না আছে বিলাস।


ভেঙে টুকরো টুকরো হয়ে যায় গরীবের পাঁজর
ওদের মতো রাত জাগে কবিরা জোনাকির উত্তাপ নিয়ে
অভিধানের পাতায় পাতায় ছড়ানো শব্দের সমুদ্র
সৈকতে দাঁড়িয়ে আছে পাগল কবিরা দুমুঠো নতুন শব্দের প্রত্যাশায় ...


কবিরা লিখে যাবে আজীবন
কেউ পড়ুক আর নাই বা পড়ুক
সৃষ্টি সুখের ধারায় বেঁচে থাকবে কাব্য যুগ যুগ ধরে।


             *******


রচনাকাল - ১৬|০৪|২০২২