মরা মানুষ উঠছে বেঁচে
দেখছে ভারত বাসী
সুখের পৃথিবী আসুক ফিরে
উল্লাসে আজ হাসি।


শস্য শ্যামলা ভারত ভূমি
সুখের স্বপ্ন দেখে
সবুজ বিপ্লব হয়েছে শুরু
জীবন থেকে শেখে।


দু'মুঠো অন্ন যাবেই জুটে
অভুক্ত রবে না কেউ
কৃষি প্রধান এই মাটিতেই
লেগেছে সবুজে ঢেউ।


মাটির বুকে ফসল ফলিয়ে
কান্না মুছবে সবাই
খুশির সুরে গাইবে গান
হবে না  কেউ জবাই।


এই পৃথিবী স্বপ্ন দেখায়
দুঃখের দিন শেষ
সবুজ বিপ্লব দিয়েছে মুক্তি
এসেছে সুখের রেশ।


       ****


রচনাকাল  - ২০/০১/২০২২