সবুজ মাঠ চারিদিকে গাছ
বুক ভরে নিই নিঃশ্বাস
প্রকৃতি হল পল্লী জননী
এই আমাদের বিশ্বাস।


প্রকৃতির কোলে নতজানু হই
নেই তো মোদের লজ্জা
দু'মুঠো অন্ন প্রকৃতি জোটায়
প্রকৃতিতে পেতেছি সজ্জা।


পাথর কেটে এনেছে জল
রূপকথা মোটেও নয়
সবুজ বনানী দেখছো সবাই
কৃষকের হবে জয়।


সবুজ থাকলে মানুষও থাকবে
কেটো না তোমরা গাছ
প্রাণের হদিস গাছই দেবে
খুশিতে করবে নাচ।


সবুজ দেখে দু'চোখ জুড়ায়
কাটবে এবার ঘোর
নিঃশ্বাস নেবো প্রকৃতি থেকেই
খুলবো হৃদয় দোর।


     *****


রচনাকাল  -  ২৯|০৭|২০২৯