কবিতা  -  স্বাধীনতার রক্ত
*************************


চোখ আছে, তবুও দেখতে পাই না
ছানি পড়েছে চোখে  -
চোখ দুটো ক্রমশ ঝাপসা হচ্ছে
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধূসর লাগছে।


এখন দিন রাত্তির সমান সমান
প্রখর রোদ্দুরের রঙও কালো
জীবনের বোধটা হারিয়ে ক্রমশ যাচ্ছে ...


থমকে গেছে বিপ্লবী চেতনা
স্বাধীনতা, সে এক উন্মাদনা  -
শরীরের রক্ত যেন টগবগ করতো।


এখন আমি অশ্বারোহী পঙ্গু ঘোড়ার মতো
বেঁচে আছি ঠিকই -
কিন্তু কেউই খোঁজ রাখে না
স্বাধীনতার রক্ত এখন মূল্যহীন।


             ***********


রচনাকাল  - ১২|০৫|২০২০


*************************
        কবিতা  - নাবালক রোদ্দুর
*************************


নতুন প্রাণের স্পন্দন পাই শুনতে
বোশেখের বিদায়ী বিকেল বড্ড বেশি বিষণ্ণ
জলমগ্ন নদীও কান পেতে শুনছে প্রাণের স্পন্দন।


ভোরের নাবালক রোদ্দুর খুবই মোলায়েম
পাখিদের কলরবে জেগে উঠছে ভোর
বাঁশ বাগানের ফাঁক গলে নেমে আসছে রোদ্দুরের খেলা।


বোশেখের দাবদাহের মাঝেও শুনি প্রাণ স্পন্দন
শ্যাওলা জমা মুখে হাসছে মানুষ -
পৃথিবীর বুকে আবার জন্ম নেবে কী কোনো ঈশ্বর!


মানুষ বডই কষ্টে আছে ভগবান -
তোমার পদচিহ্নে যদি অসুস্থ পৃথিবী আবার প্রাণ পায়
সব্বাই ভাবছে হয়তো তোমারি পদধ্বনি প্রভু।


আমরা যে বড্ড পাপী, ভগবান
দয়া করো, আমাদের উদ্ধার করে মুক্তি দাও ...
তোমার কৃপা ছাড়া - ফুল পাখি মানুষ সবই ধ্বংস হবে ভগবান।


             *********


রচনাকাল  - ০৫|০৪|২০২০



*********************
         কবিতা  -  সন্ধ্যের চাঁদ
*********************


ভালোবাসায় ছলনা নেই এতটুকুও
জোনাকির সাথে রাত জেগেছি ভালোবাসার জন্যে
অবুঝ নারী সন্ধ্যের চাঁদকে করলে অবিশ্বাস।


উতলা হাওয়া বুকে জড়িয়ে ফেললে দীর্ঘশ্বাস
নীরব রাতে বালিশে মুখ গুঁজে কাঁদলে
ভুল বুঝতে বড্ড সময় নিলে নারী!


ধ্বংসস্তূপের মাঝে খুঁজোনা মরা ভালোবাসা
চেনা মানুষটা আজ বড়ই অচেনা  -
ছাদের কার্নিসে অহরহ ডাকছে অভুক্ত কাক।


নারী, সংসারটা একান্তই তোমার -
ভালোবাসাটাকেও অগাধ সাগরে ভাসালে
অজানা দরিয়ায় ভালোবাসার মানুষ খুঁজে কী লাভ?


যৌবনে এখন অনন্ত ভাটা -
জোয়ারের সময় পেরিয়ে গেছে নারী
ভালোবাসা খেলার জিনিস নয়!


              ********


রচনাকাল  -  ১১|০৪|২০২০