বর্ষায় ডুবে যাচ্ছে শৈশবের বারান্দা
আজও হাবুডুবু খেতে হয় শহরের রাজপথে
বিষন্ন দুপুরে চিলেকোঠা দিয়ে দেখি ধীরে ধীরে ডুবে যাচ্ছে শহর।


শ্রাবণের ধারায় ক্রমশ বাড়ছে বৃষ্টির দৌরাত্ব
পথচারী ভিজছে, জল হাঁটু ছুঁয়ে আরও উপরে -
শহরের জলছবিটা সেই একই রকমের ক্লান্তিকর অগোছালো।


বর্ষা মেঘে লুকিয়ে আছে শহরবাসীর কান্নার ইস্তাহার
ঐ সময়ে হাতে টানা রিক্সার গুরুত্ব বোঝা যায়
শহুরে জীবনে বর্ষা যন্ত্রণার একমাত্র ভরসা রিক্সা।


পড়ন্ত বিকেল বুকে জড়িয়ে ভিজছে শহর
বস্তি ঘরে স্বপ্ন দেখে অসহায় মানুষ -
বর্ষার জলছবির বর্ণমালা খুঁজে বেড়ায় সব্বাই ...


সভ্যতার শিকলে বাঁধা বর্ষার শহরের ইতিকথা
রাজপথে বিপন্ন মানুষ হাঁটু জলে দাঁড়িয়ে
শ্রাবণের ধারায় ভেসে যায় হৃদয়ের নীল উপত্যকা।


সকাল থেকে সাঁঝ অবধি অবিরাম বৃষ্টিতে ডুবছে শহর
অলিগলি রাজপথে বর্ষার জলছবিটা একই রকম
সভ্য মানুষের জীবনবোধ পাল্টে গেছে পাল্টায় নি শহর।


ডুবছে শহর ডুবছে মানুষ ডুবছে শহর জীবন
হাসি কান্নায় ভাঙচুর হয় সুখের কাব্যে গ্রহণ
বর্ষা আসে বর্ষা যায় শহরের আঁতুড়ঘরে আজও বর্ষা থমকে দাঁড়ায়।


         ********


রচনাকাল - ২০|০৭|২০২২