মুখ থুবড়ে পড়ে আছে শৈশব
বর্ষা চলে গেছে  -
তবুও শরতের মেঘ সারা আকাশ জুড়ে
শৈশব জীবন অনেকটা শরতের মেঘের মতো।


যখনই একটু হাসতে চেয়েছি ঠিক তখনই হৃদয়ের বারান্দায় কালো মেঘ
কষ্টের ঘানিতে দগ্ধ হয় শৈশব  -
ভালো বাসার পাণ্ডুলিপি পুড়ে যায় নিমেষে
হাসবার অধিকার কে যেন ছিনিয়ে নিয়েছে।


শৈশবের রোদ্দুরে হঠাৎই হাজির হয় বেজম্মা মেঘ
যেন অনধিকার প্রবেশ ...
প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের তলদেশে যেন ডুবে যায় শৈশব
চুরি হয়ে যায় শৈশবের কফিন বন্দী কারাগার।


শরতের মেঘের মতো ভেসে বেড়ায় অলীক স্বপ্নগুলো ...
ভাঙাচোরা জীবন খুঁজে ফেরে শৈশবের সেই রোদ্দুর
যেখানে নোঙর হয় ভালোবাসার জ্যোৎস্না
থমকে দাঁড়িয়ে দেখে স্বয়ং হৃদয়ের ঈশ্বর।


                ********


রচনাকাল  - ২৩|০৮|২০২২