অন্ধ সময় হাতছানি দেয়
জীবন শজারুর কাঁটা
দোষ গুণেতে মানব জনম  
কপাল মোদের ফাটা।


বৃষ্টি ঝরা কাব্য কথা
চলছে হাতের কলম
অভাবী জীবন দিলেই উঁকি
কে লাগাবে মলম!


কাঁটায় ভরা দুখের জীবন
হারিয়ে গেছে ছন্দ
চোখের তারায় অমানিশি চাঁদ
সবার মাঝেই মন্দ।


শজারুর কাঁটায় ভরেছে জীবন
ফিরেও দেখে না কেউ
হেরো মানুষের জীবন যুদ্ধে
এসেছে হাজার ঢেউ।


বালুচর জুড়ে লক্ষ ঝিনুক
ক’জনে পায় মুক্ত
শূন্য হাতে এসেছি ধরায়
আজও হৃদয় রিক্ত।


   ****


রচনাকাল – ১৫/০৭/২০২১