দূষিত হাওয়ায় মরছে মানুষ
আছে প্রকৃতির যোগ
মানুষ কেন আজও অবুঝ
বাড়ছে ক্রমেই দুর্ভোগ।


দুয়ার দাড়িয়ে প্রকৃতি জননী
গাছ কেটে করি নিলাম
ছন্দ হারিয়ে অসহায় আজ
নিজেদের বিকিয়ে দিলাম।


বেড়েই চলেছে দূষিত হাওয়া
নিঃশ্বাস নিতেই কষ্ট
কালো ধোঁয়ায় ভরেছে আকাশ
প্রকৃতি হয়েছে রুষ্ট।


এসেছে ফুরিয়ে বাঁচার সময়
সবাই হও সাবধান
গাছ কাটা তো অনেক হল
এসো করি সমাধান।


প্রকৃতির সেবা করবো সব্বাই
নেবো বাঁচার স্বাদ
পল্লী জননীর চোখ মুছাবো
নইলে সুখও বাদ!


         *****


রচনাকাল  - ১৮|০৯|২০২২