জমজ ভাই শীত গ্রীষ্ম
অন্য ঋতু নাই
পথ হারিয়ে বর্ষা ঋতু
শরৎ তবুও পাই।


মেঘের ভেলায় আসে শরৎ
খুশিতে ভরবে মন
শিশির ভেজা শিউলি ফুল
মা দূর্গার আগমন।


হেমন্ত বসন্ত দুইটি ভাই
পড়ে না তাদের মনে
নামেই ঋতু বোঝে না কেউ
বুঝবে আপন জনে?


জ্যৈষ্ঠের গুমোট প্রাণ হাঁসফাঁস
পথ হারিয়েছে বৃষ্টি
চাষের জমিতে দেবে লাঙল
তবেই হবে সৃষ্টি।


ছয়টি ঋতুর ছয়টি কাজ
বলে খনার বচন
বিশ্ব উষ্ণায়নে বিভ্রান্ত প্রকৃতি
মানুষ পেয়েছে সমন!


       ******


রচনাকাল  - ০৮|০৬|২০২২