ট্রাম লাইনের ভেতর দিয়ে ছুটে চলেছে সাইকেল
ময়দানের পাশ দিয়ে ছুটছে ট্রাম ...
সবুজ ঘাসের বুক চিরে সাইকেলও ছুটছে দুরন্ত গতিতে
যেন পৃথিবীর সব দায়িত্ব ঐ সাইকেল আরোহীর।


অবুঝ নদীর বুকে যেন পালতোলা একখানি নৌকা
হঠাৎই ছন্দপতন, পড়ে গেল সাইকেল গর্তে বাধা পেয়ে
কলকাতার ট্রাম লাইনের অবস্থার তেমন কোন উন্নতি হয়নি
অনেক ট্রাম লাইন তো উঠেই গেছে মহানগরীর বুক থেকে।


আবার কোনক্রমে উঠেই চালাতে শুরু করল ছেলেটা
ঈশান কোণে দেখা দিয়েছে ঝড়ের পূর্বাভাষ –
এতক্ষণে সাইকেল আরোহীর আসল কারণটাই অনুধাবন করা গেল
গন্তব্যে তাকে পৌঁছতেই হবে ঝড় ওঠার আগেই...


এখন বর্ষাকাল বা কালবৈশাখী বলে কিছুই নেই
ঝড় যেন তাঁর নিজের খেয়ালেই ওঠে এই হেমন্তেও
সময় অসময় বলে অভিধানে নেই কেবল নিম্নচাপে ঝড় বৃষ্টি
প্রকৃতির এ হেন খামখেয়ালীপনায় মানুষ আজ দিশেহারা।


           ******