বারুদের স্তূপে সবাই বসে
নিজেকে ভাবছো চতুর
এক লহমায় সবই শেষ
কখন হবে যে ফতুর!


বিধাতার চোখে সবাই পাপী
পুণ্যের ভাঁড়ার শূণ্য
চালাকি দিয়ে মহৎ কাজ
কী করে করবে পুণ্য!


সত্য ত্রেতা দাপর কলি
খুঁজলে পাবে অসুর
সব যুগেতেই থাকবে পাপী
ঈশ্বর করবে না কসুর!


সময়ের শত্রু মানুষ নিজেই
ভাবছে দেবে ফাঁকি
নিজেরাই ভাবো করেছি পুণ্য
ঋণ আছে যে বাকি!


চতুর মানুষ আর কতকাল
খেলবে রক্ত হোলি
ঈশ্বরকে ভাবলে ভীষণ বোকা
দুষ্টুরাই পাঁঠার বলি!


        *******


রচনাকাল  - ১০/১২/২০২১