হিমেল বাতাসে সন্ধি হয়েছে
আসেনি এখনও শীত
গরীব মানুষ তাই খুশিতে
গাইছে মনের গীত।


ভ্রমর এসেছে ফুলের বাগানে
নিচ্ছে লুটে মধু
টগর গোলাপ জুঁই চামেলি
তুলছে গাঁয়ের বধূ।


পাখির ডানায় মুক্ত আকাশ
নতুন কাব্য লেখে
শিশির ভেজা শিউলি ডালে
উড়তে পাখিরা শেখে।


বন্ধ মনের দরজা খুলে
দেখো একটু চেয়ে
সোনালী ধানে ভরেছে মাঠ
গরীব বাঁচবে খেয়ে।


শীত বাড়লে হবেই কষ্ট
জানে উলঙ্গ শিশু
উল্লাস করে তবুও হাসে
ওরাই ঈশ্বর যীশু!


   ****


রচনাকাল – ১০/১১/২০২১