ছদ্ম অভিমান ভুলে হেঁটে চলে বিকেলের ক্লান্ত রোদ
দু’চোখে নরম হাত চেপে ধরে বলেছিলে -
আমাকে চেনো কী?
চুপি চুপি বলেছিলাম তুমি আমার ‘সন্ধ্যাতারা’।


একরাশ হাসি ছড়িয়ে পড়েছিল দিগন্ত জুড়ে ...
খেয়ালী বাতাসে অলীক ওষ্ঠের আবদার
অবিন্যস্থ চুল ছড়িয়ে পড়েছিল সারা মুখে
জলাশয় তোলপাড় করে ওঠার মত ঢেউ শরীরে।


ধীরে ধীরে আঁধার নামছে গোপন ডেরায় -
উষ্ণ স্রোতে ভেসে যাচ্ছে ভালোবাসার মোহরকুঞ্জ
পূর্ণিমার চাঁদ দখল নিয়েছে রাতের বনভূমিতে
পলাশ ফুল আদরে মাখামাখি পূর্ণ চাঁদের আলোয়।


ক্ষুধার্ত শরীরের উপত্যকা ভেঙে চলে যায় এক নারী
মধ্য রাতের নিঃশব্দ গিলে খায় পূর্ণিমা চাঁদ।।


          ********