কোথায় নদী কোথায় পাহাড়
    তুমি কেবলই নারী
        তোমার স্পর্শে ভালবাসা জাগে
             তবুও হৃদয় ভারী!


রামধনু রঙ স্বরলিপি লেখে
   ভালোবাসা হ্য় গান
      নদী সাগরের মিলন খেলায়
         পূর্ণতা পায় প্রাণ।


মোহনায় এসে সাগর নদী
    সঙ্গমে হ্য় রত
       মৃত নদী অবুঝ হয়ে
          করছে যেন ব্রত।


ভালোবাসা মন নাবিক সজন
    সাগরে ভাসায় ভেলা
       মরমী বধূ প্রহর গোনে
          জোনাকিরা করে খেলা।


ঝিনুক কুড়িয়ে সারাটা বেলা
    জেগে থাকে বালুচর
        প্রতীক্ষার আজ হল অবসান
            রাত জাগে নিশাচর!


            ****