সাদা বকের ডানায় এখন
গোধূলি রঙের আলো
ফিরছে ঘরে সাঁঝ বিকেলে
আঁধারে প্রদীপ জ্বালো!


বারুদ গন্ধ নেই আকাশে
তবুও সংঘর্ষে মরণ
হিন্দুও নয় মুসলিমও নয়
মানুষের কাড়ছে জীবন!


শাশ্বত দিন সুখের সময়
আবার কবে আসবে
মৃত্যু মিছিল অসহায় জাতি
কেন মানুষ কাঁদবে?


জীবনের রঙ ফিকে রোদ্দুর
কেন এতো হানাহানি
রক্ত নিয়ে খেলছে হোলি
ইতিহাস দেয় হাতছানি!


মানুষে মানুষে কেন ভেদাভেদ
গর্বে বলছি স্বাধীন
স্বাধীনতা যদি সংঘর্ষ হয়
বেশতো ছিলাম পরাধীন!


    ****