নদী ডুবেছে সাগরের জলে
ঝড় তুফানের বেলা
ভরা ফাগুনে সঙ্গম হলে
সাঙ্গ হবে খেলা।


সাগর নদীর সঙ্গম স্থলে
একি প্রকৃতির রূপ
বালুচর জুড়ে লক্ষ ঝিনুক
খুঁজছে অন্ধ কূপ!


জোয়ার ভাটা চন্দ্র সূর্য
দিবা কিংবা রাত্রি
জ্যোৎস্না আলো অমানিশি রাত
মানুষ ধরার যাত্রী।


বিশ্ব সংসার প্রলয় সৃষ্টি
সবই বিধাতার দান
অসহায় মানুষ করছে অহং
ধ্বংসেই হবে ম্লান।


হাসছে বিধাতা কাঁদছে মানুষ
এটাই ধ্রুব সত্য
সাগর নদীর সঙ্গম চিরকাল
বিধাতা করেন নৃত্য!


   ****