ক্ষুধার্ত পৃথিবী             হাহাকার করে
         মিথ্যে অহংকারে মরি
সংযম চাই              শরীর মনে
          বাঁচার রাস্তা ধরি!


বিধাতা দিয়েছেন             ভালোবাসা মন
              লোভ করবেনা গ্রাস
তবুও মানুষ               সংযম হারিয়ে
          করছে কেবলই ত্রাস!


শান্ত পৃথিবী           অশান্ত হয়
          নষ্ট পুরুষ হাসে
লোভ লালসা          হিংসায় দেশ
      বাঁধছে যেন নাগপাশে!


সংযম কোথায়          মানুষের হৃদয়ে
           শুধুই চাইই চাই
মৃত্যু দুয়ারে            দাঁড়িয়ে দেখবে
        উড়ছে তোমারি ছাই!


ললাটে লেখা              বিধাতার হিসাব
           পাবেনা তার বেশি
যা পাবে             ওতেই হাসো
       লাগবে অনেক খুশি!


সংযম হারিয়ে          করো ছটফট
        রেখো তোমার মান
সংযম হল             সাধনার ফল
        সবই বিধাতার দান!


               ****