স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধনে গড়ে ওঠে সংসার
হাতে হাত রেখে অঙ্গীকারের নামই হল সুখের জীবন
অভাব থাকতেই পারে, সুখ ভাগ করে নেওয়া জানতে হয়।


সম্পর্কের সোহাগ স্পর্শে জন্ম নেয় ভালোবাসার সন্তান
বিষণ্ণ চাঁদের আলোতেও সুখ খুঁজে নিতে হয় –
বালুচরে অসংখ্য ঝিনুকের মাঝেই মিলতে পারে মুক্তো।


সংসারের চাহিদা সবসময় মেটানো যায় না –
হাসি মুখে একসাথে চলার নামই জীবন
নিশুতি রাত কেটে গেলেই ভোরের আলো ফুটবেই।


আগুন পাখির ছোঁয়ায় পুড়ে যায় সুখের সংসার -
শঙ্খচিলের কান্নায় ঝলসে যায় হৃদয়ের সব চাওয়া পাওয়া
ভালোবাসার কাব্যে লেখা হয় সংসারের ঘানি টানার যন্ত্রণা।


তবুও মানুষ সংসার করে ভালোবাসার মানুষকে কাছে নিয়েই
ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে একসঙ্গে লেপটে থাকে সব্বাই
সংসার, জীবন বিচ্ছিন্ন ছবি নয়, এক ভালোবাসার মোহরকুঞ্জ।


       *******


রচনাকাল – ১২/০৮/২০২১