শান্তির নীড় খুঁজছি সবাই
   কোথায় শান্তি পাই
      শান্তির খোঁজে হন্যে মানুষ
          কোথাও শান্তি নাই!


ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
   শান্তি সুখে ভরা
      স্বপ্ন ভেঙ্গে চেয়ে ভাবি
          শরীরে শুধুই জরা!


বিধাতা হাসেন উপর হতে
   মানুষ কেন হাসায়
      শান্তি ছাড়া চায়না কিছুই
         অত পুণ্য কোথায়!


পুণ্যের ভাঁড়ার শুধুই শূন্য
   কোথায় পাবি শান্তি
      শান্তির খোঁজে ছুটছে মানুষ
          আসছে কেবলই ক্লান্তি!


একটু শান্তি চাই সবারই
   ধন্য হবে জীবন
      শান্তি পেলে সুখের বিলাস
          নইলে হবে মরণ!


          ****