কবিতা  -  সম্ভাবামী যুগে যুগে
*******************


তারা ঝিলমিল পুর্নিমা চাঁদ
হৃদয়ে খুশির রোদ
দস্যু মানুষ ধ্বংস খেলায়
ফিরবে কবে বোধ?


কঠিন অসুখ ধরনীর বুকে
মানুষ মরবে ভুগে
সৃষ্টি প্রলয় তাঁরই হাতে
সম্ভাবামী যুগে যুগে।


রক্ত মাংসের নশ্বর দেহ
করবে কতো বড়াই
পাপের বোঝা নিতেই হবে
সামনে কঠিন লড়াই।


নিথর প্রকৃতি থমকে শোনে
মানুষ হয়েছে বোবা
সুখের হাসি হারিয়ে গেছে
দিয়েছে মারণ থাবা।


ঈশ্বর তুমি দাওনা সাড়া
মানুষ ডুকরে কাঁদে
অহং এখন ভেঙে চুরমার
বড্ড পড়েছে ফাঁদে ।


         ********


রচনাকাল  -  ২৬\০৪\২০২০ (রবিবার)
অক্ষয় তৃতীয়া - ১৩ই বৈশাখ ১৪২৭


*****************
  কবিতা  -  নীরোগ পৃথিবী
*****************


মাটির উঠোন মাটির সুবাস কোথাও পাবে না আর
সবুজ বনানী দুলছে হাওয়ায় খুলবে খুশির দ্বার।


হাসিতে খুশিতে এই পৃথিবী ফিরবে আবার ছন্দে
পাখিদের ডানা রোদ্দুর মাখে শিশুরাও হাসবে আনন্দে।


ফুল পাখি সাগর নদী চঞ্চল হয়ে ছোটে
দুঃখ আছে জীবন ভেলায় হারাবো না কেউ ভিটে।


হৃদয় জুড়ে করে কলতান ভালোবাসা গান
বিশ্ব প্রকৃতি শান্ত হবেই এ যে প্রকৃতির মহা দান।


প্রভাত আলোয় স্বপ্নের রোদ জীবনের গান গায়
নীরোগ পৃথিবীর দুঃখ সুখে নিতেই হবে দায়।


           *********


রচনাকাল  - ২২|০৪|২০২০



*************
     কবিতা - শপথ  
*************


ভাবনা জাগায় নতুন শপথ
নতুন বছর ঘিরে
অশুভ সময় দূরে সরুক
সুখ আসবে নীড়ে।


অতীত ভেবে পেওনা দুঃখ
নতুনের ধরো হাত
রঙিন ভুবন মেলছে ডানা
আলোতে ভাসুক রাত।


নতুন বছর নতুন আশা
উৎসবে গান গাওয়া
যেটুকু পেলাম তাতেই খুশি
নাই বা নতুন চাওয়া।


সবুজ বনানী নগর জীবন
মিলনই হোক সুন্দর
শুভ বুদ্ধির হোক উদয়
হৃদয়টা করো বন্দর।


শিশির ভেজা প্রভাত আলোয়
এসোনা শপথ করে
দীন দরিদ্র সবার জন্যে
এগিয়ে আসতে পারি।


     *******


রচনাকাল  - ১৫|০৪|২০২০