আমি কখনও সাপ লুডো খেলাতে জিততে পারি না
প্রতি বারেই সাপের মুখে পড়তে পড়তে একেবারেই নীচে -
নীল জ্যোৎস্নায় হারিয়ে যাচ্ছে স্বপ্নের কথামালা।


সাপের ছোবল খেতে খেতে সারা শরীর ভরে গেছে বিষে
সমুদ্র মন্থনের বিষ কন্ঠে ধারণ করেছিলেন বাবা মহাদেব
আমি যে সামান্য মানুষ, তাই শরীরে ছড়িয়ে পড়েছে নীল বিষ।


সাপ লুডো খেলায় হার জিত আছে, কেউ হারে কেউ বা জেতে
অনেকেই তরতর করে সাপের মুখ বাঁচিয়ে একেবারে উপরে
আর আমি, সাপ যেন সর্বদা গিলেই খাচ্ছে আমাকে।


নীল বিষ, সর্বাঙ্গ জ্বলে যায়, পুড়ে যাচ্ছে অন্তরের খরস্রোতা নদীটা
আমি লুডো খেলতে চাই না, সাপগুলো ডাকে হিস হিস করে -
রাত্তিরে ঘুমতে দেয় না, লুডো থেকে বেরিয়ে এসে জীবন্ত হয়ে ওঠে।


ঝিঁঝিঁ পোকা আর জোনাকির দল  আমাকে দেখে মজা করছে
ছেঁড়া বিছানায় শুয়ে সাপ লুডো খেলাটা বাস্তব জীবনে বড্ড সত্যি
আতস কাঁচের নীচে নিজেকে দেখে নিঃস্ব, অসহায় মনে হয়।


         ******


রচনাকাল  - ০১/০৭/২০২১