শরৎ মানে  হৃদয় মাঝে খুশির প্রস্রবণ
শরৎ মানে  অভাব ভুলে হাসির নিমন্ত্রণ
শরৎ মানে  শাফলা ফুলে পুকুর গেছে ভরে
শরৎ মানে  শিউলি ফুল নীরবে ঝরে পড়ে।


শরৎ মানে  আগমনী গান দিগন্তে কাশের দোলা
শরৎ মানে  মা দুগ্গার আছে আপন ভোলা
শরৎ মানে  নীল আকাশে হাজার ঘুড়ির মেলা
শরৎ মানে  দুগ্গা মায়ের অসুর দমন খেলা।


শরৎ মানে  শৈশব দিন পুজোয় নতুন সাজ
শরৎ মানে  স্কুলের ছুটি নেই তো পড়ার কাজ
শরৎ মানে  পুজোর ঘোরা নানা রকম ভোজ
শরৎ মানে  শাসন বাঁধন কেউ নেবে না খোঁজ!


শরৎ মানে  গরীব দুখী সবাই যেন হাসে
শরৎ মানে  মা দুগ্গা সব্বাইকে ভালোবাসে
শরৎ মানে  কাজের ছুটি হৃদয় আবেগ  ছোঁয়া
শরৎ মানে  মর্তে ধামে মা জননী যাবে না কিছুই খোয়া।


শরৎ মানে  ফুলের সৌরভে গেছে ভরে দিগন্ত জুড়ে কাশ
শরৎ মানে  কান্না মুছে হাস রে সবাই হাস
শরৎ মানে  এই কটা দিন পুজোর উৎসবে মাতি
শরৎ মানে  সব ধর্মের মানুষই এক মানুষ নামক জাতি।


                *******


রচনাকাল  - ২৩|০৯|২০২২