দুয়ারে দাঁড়িয়ে শরৎ ঋতু
বিদায় নেবে বাদল
শাঁওতালি সুরে নাচছে রমনী
বাজছে খুশির মাদল।


কাশের বনে লেগেছে হাওয়া
শরৎ আকাশে হাসি
কৃষক বধূরা বুনছে ফসল
দুঃখ হবে বাসি!


শরতের মেঘ আপন খেয়ালে
হাওয়ায় ভেসে চলে
বকের ডানায় কাব্য লিখে
অবুঝ কথা বলে।


রামধনু রঙ পুব আকাশে
রঙিন মালা গাঁথে
শিউলি ফুলের গন্ধ মেখে
গাইছে বাউল পথে।


ভোর আকাশে আগমনী গান
মধুর সুরে বাজে
মেঠো পথে ছুটছে শিশুরা
সকাল কিংবা সাঁঝে।


    *****


রচনাকাল  - ১৮|০৮|২০২১