শরতের রোদ্দুর লিখছে কাব্য
শিউলি ছড়ায় সৌরভ
বাঙালীর মননে দূর্গা প্রতিমা
হারাবেনা কখনও গৌরব!


জীবন আলোয় আলোকিত হোক
শরৎ আকাশে ভোর
মরা গাছেও ফোটাবে ফুল
ওটাই প্রকৃতির জোর!


মা দূর্গার চরণ রেণু
পড়লো ধরার বুকে
সকল পাপী হবে বিদায়
আমরা রব সুখে!


ধনী মানুষ গরীব মানুষ
পূজা উৎসবে একাকার
মায়ের আশিষ মাথায় লয়ে
পুণ্যের সবাই দাবীদার!


সুখ কিনতে লাগেনা টাকা
সবই মায়ের দয়া
আগমনী সুর হৃদয় মাতায়
মা যে মোদের ছায়া!


        *****