শরৎকালের মেঘের মধ্যে লুকিয়ে আছে শিউলির সুবাস
দিগন্ত জুড়ে কাশফুলের মেলায় হারিয়ে যায় শৈশব
পেঁজা তুলো মেঘগুলো ভেসে চলে আপন খেয়ালে।


শরৎকাল মানেই খুশি আনন্দ উৎসবের রংমশাল
হৃদয় দুয়ারে আগমনী গানের সুর মূর্ছনা জেগে ওঠে
স্বপ্নের কাজল দুচোখ জুড়ে আলোকিত করে।


বয়সের কোন বিভেদ নেই, ছোট বড় সব্বাই
উৎসবের আনন্দে মেতে ওঠে দুর্গা মায়ের আগমন বার্তায়
জাতি ধর্ম নির্বিশেষে খুশির আনন্দ ভাগ করে নিতে জানে।


একটা বছর প্রতীক্ষার পর মা আসবেন ঘরে
প্রতিটি ঘরে বেজে ওঠে শঙ্খ ঘণ্টা আর উৎসবের আয়োজন
ধনী গরীব সব্বাই সব্বার জীবন ভরে যায় খুশির স্রোতে।


এতো আশার আলোর মাঝেও হৃদয়ে ঘনিয়ে আছে একরাশ কান্না
প্রতি বছরের মত এ বছরও কী তেমনি হবে উৎসব –
শরতের আকাশ জুড়ে শুধুই একটাই প্রত্যাশা – মা সবার মঙ্গল করো।


            ******