মমতা মাখা মায়ের আঁচল
মধুর স্মৃতিতে ভরা
সুখ দুঃখের শৈশব সাথী
যেন বসুন্ধরা।


আঁচল ধরে হাঁটতে শেখা
যেন আকাশের রথ
তোমার ছোঁয়ার পরশ হলো
স্বর্গের পারিজাত।


একটি শব্দ হৃদয় জুড়ায়
'মা' হলো তার নাম
স্বর্গের চেয়ে মা যে বড়
ধন্য হৃদয় ধাম।


সন্তান যদি হয় বা পাপী
মা করবেই ক্ষমা
পাপের হিসাব দিতেই হবে
সুখ হবে না জমা।


বুকের দুধের এমনি শক্তি
শিশুরা উচ্ছল হাসে
আঁচল ছায়ায় গাইবে গান
মাকে যেন ভালোবাসে।


         *******


রচনাকাল  -  ১৭|০৫|২০২২