কোথায় আলো কোথায় বাতাস
দু'চোখে আঁধার ভরা
পায়ের তলার মাটি সরে
দেখছি ভুবন খরা।


শিশির বিন্দু ঘাসের বুকে
খুশির ছোঁয়া দেয়
হিমের পরশ লাগছে গায়ে
প্রকৃতি খবর নেয়।


উড়ছে ভ্রমর শাখায় শাখায়
যেখানে ধরেছে ফুল
মধুর লোভে আসে ভ্রমর
করে না কখনো ভুল।


শীতের রোদ্দুর জড়িয়ে বুকে
লিখি বাঁচার গান
সোনালী ধান হাওয়ায় দোলে
প্রকৃতি দিয়েছে প্রাণ।


প্রকৃতির সাথে সরগম করো
শুনবে সবার কথা
দুঃখ কান্না থাকবে না আর
ভুলবে সবাই ব্যথা।


       ******


০৮|১১|২০২২