ক্ষয়ে যাওয়া সময়ের হাত ধরে হেঁটেছি অনেকটা পথ
পাশাপাশি দুজন একটি ছোট্ট ভালোবাসার ঘর
সাত পাকে বাঁধা এ জীবন যেন অবিচ্ছেদ অঙ্গ।


হেমন্তের হিমেল বাতাসের গন্ধে ভরে ওঠে হৃদয়
চাওয়া পাওয়া পরম প্রাপ্তি ছুঁয়ে যায় ওষ্ঠের অনুরাগ
ভালোবাসার মোহরকুঞ্জে দুটি মনের মিলন গাঁথা।


জোছনা আলোয় মায়াময় হয়ে যায় স্বপ্নের বাসর
অগ্নি সাক্ষী করে বিয়েই কী সাত পাকে বাঁধা –
দুটি হৃদয়ের অমর বন্ধনের ফলে জন্ম নেয় ভালোবাসা।


হৃদয়ে আছে মাধবী লতার মনোরম উপবন
ভোরের শিশির বিন্দুর মত লেগে থাকে শরীরে শরীরে
যতই আসুক দুঃখ কষ্ট দুটি মনের অসম লড়াই দেখার মত।


সাত পাকে বাঁধা এ জীবন যেন তারই সাক্ষ্য বহন করে
ভালোবাসার এমন আখ্যান আর কোথাও পাবে না -
যুগে যুগে স্বামী স্ত্রীর অমর কাব্যই ধ্রুবতারার মত সত্য।


        ********


রচনাকাল – ২৬/১১/২০২০