বুকের ভেতর মেঘ গুড়গুড়
   ঝড় ভুলেছে পথ
      কান্নার মেঘ চোখের তারায়
         কোথায় সুখের রথ!


হাওয়া অফিস দিয়েছে খবর
    হাতের মুঠোয় বর্ষা
       গরমে কাহিল আমজনতা
          কেমনে করবো ভরসা!


মধ্য রাতে বিদ্যুৎ বিহীন
    নিদ্রাহীন সব মানুষ
       তীব্র দহন শেষ জ্যৈষ্ঠও
          বৃষ্টি খবর ফানুস!


ক্ষেতের জমি ফেটে চৌচির
    চাষির শুকায় মুখ
       সময়ে বর্ষা পথ হারালে
          আসবে কপালে দুখ!


দুখী মানুষ তবুও বেঁচে
   সকল কষ্ট সয়ে
     বিধাতা আছেন সবার উপরে
        সুখ আনবে বয়ে!


            ****