কবিতা   -  শৈশব
*************


কালো রোদ্দুরে পুড়েই গেছে
ছোট্ট শিশুর দিন
শৈশব হল গল্প কথা
বাজেনি খুশির বীণ।


সব শিশুরাই খেলতো যখন
শৈশব হল চুরি
অনাথ শিশুর নেই শৈশব
সমাজ মারলো ছুরি।


ঐ বয়সেই হারিয়ে গেল
শিশু মনের স্বপ্ন
শিশু শ্রমিক নামল কাজে
সকল আশাই ভগ্ন।


ভোরের আলো লাগল এসে
ছোট্ট শিশুর মুখে
ভাবলো শিশু হয়তো জীবন
কাটবে অনেক সুখে।


আকাশ ভরা সূর্য তারা
শিশুর মুখে হাসি
শৈশব নিয়ে করো না খেলা
অভুক্ত কান্নাও বাসি।


সভ্য সমাজ দেখো চেয়ে
কাঁদছে অনাথ শিশু
শিশুদের শৈশব রক্ষা করো
ওরাই সভ্যতার যীশু।


        *******  


রচনাকাল  - ১৭/০৪/২০২০



কবিতা  - রোদ্দুরের রঙ কালো
*********************


মরা নদীতে আসবে জোয়ার
এই আশাতেই বসে
অসুস্থ সুখ হৃদয় জুড়ে
চোখেতে আঁধার আসে।


রাত পোহালেই কঠিন দিন
কাটবে কেমন করে
অভাব আছে সারি সারি
পেটটা শুকিয়ে মরে।


আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে  গরীব চাষি
দ্বিধা কোরো না খাবে ওরা
হোক না রুটি বাসী।


পেটের খিদে বড়ই জ্বালা
কান্না লুকিয়ে হাসে
দুবেলা জোটেনা দুমুঠো ভাত
সত্যিটা মুখে আসে।


দুঃখ ব্যথা বলবো কাকে
পৃথিবীর বুকে অসুখ
মরা নদীটি যাবে শুকিয়ে
সারাটা জীবন দুখ।


দিনের আলোয় থমকে বিকেল
রোদ্দুরের রঙ কালো
অসুখ সেরে হাসলে পৃথিবী
সবার হবে ভালো।


       ********


রচনাকাল - ২০/০৪/২০২০