ঝোড়ো বাতাসের সাথে মিশে যাচ্ছে বৃষ্টির দৌরাত্ব  
ধীরে ধীরে বাড়ছে ঝড় বৃষ্টির খেলা ...
অবোধ বালকের মত চুপচাপ বসে বারান্দার এক কোণে
মাঝে মাঝে হাওয়ার দাপটে ভিজে যাচ্ছে শরীরের অর্ধেক।


জমিতে চলছে ধান চারা রোপণের কাজ
কৃষকের দল বৃষ্টিতে ভিজতে ভিজতে কাজ করছে মাঠে  
শেষ শ্রাবণের ধারায় পুকুর খালে জল থৈ থৈ ...
সবুজ বনানী নীরবে করছে খুশির স্নান।


আকাশ ঢেকেছে ঘন নিকষ কালো মেঘে
ভরা বিকেলে যেন সন্ধ্যার মহা আয়োজন
বাতাসের শোঁ শোঁ শব্দে শরীরে ধরেছে কাঁপন
কতক্ষণ এভাবে বৃষ্টি চলবে তা বলা অসম্ভব।


ধীরে ধীরে রাত্রির আঁধারে ডুবে যাচ্ছে বৃষ্টিধারা
সারা রাত্তির ধরে ঝোড়ো হাওয়ায় সাথে চলছে বৃষ্টি
তৃষ্ণার্ত গ্রাম বাংলা এতদিনে পেলো শান্তির বার্তা
বুকফাটা জমিতে যেন নতুন প্রাণের সঞ্চার হল।

        ********